Defect এবং Defective Pieces বলতে কি বুঝায়? Percent Defective কিভাবে পরিমাপ করতে হয়?

Defect এবং Defective Pieces বলতে কি বুঝায়? Percent Defective কিভাবে পরিমাপ করতে হয়? | How to Measure Percent Defective in Garments Industry?

Defect এর সংজ্ঞা

Defect হচ্ছে পণ্যের ত্রুটি যার কারণে পণ্যটির গুণগত মান কমে যায় বা পণ্যটি Reject হয়ে যায়। যখন কোন পণ্যে Defect (ত্রুটি) বেশি থাকে তখন তাকে Worse Quality পণ্য বলে। আর যখন পণ্যে Defect (ত্রুটি) কম থাকে তখন তাকে Better Quality পণ্য বলে।
গার্মেন্টসের ক্ষেত্রে  Defect হচ্ছে সেই সকল ত্রুটি যার কারণে গার্মেন্টসটি বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয়। আরেকটু সহজভাবে বলতে গেলে Defect হচ্ছে গার্মেন্টসের সেই সকল non-conformance বা ত্রুটি যা কারণে ক্রেতা (end customer) পণ্যটি গ্রহণ করে না। যেমন, Broken Stitch, Brocken Button, Hole, Stain, Spot, Brocken Seam ইত্যাদি হচ্ছে গার্মেন্টসের কিছু Common Defects.



Defective এর সংজ্ঞা
Defective হচ্ছে সেই সকল পণ্য যে সকল পণ্যে Defect পাওয়া যায়। এক কথায় Defective হচ্ছে Defect যুক্ত পণ্য।
গার্মেন্টসের ক্ষেত্রে Defective হচ্ছে সেই সকল গার্মেন্টস যেগুতে Defect পাওয়া গেছে। একটি Defective গার্মেন্টসে অনেকগুলো Defect থাকতে পারে। নিচের চিত্রটি থেকে Defect এবং Defective সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। 
Defects and Defective
Figure: Defects and Defective

Percent Defective (%)
Percent Defective হচ্ছে প্রতি ১০০ পিস চেক করা গার্মেন্টসে মোট কতটি Defective পাওয়া গেল তার সংখ্যা। Percent Defective নির্ণয়ের সূত্রটি হচ্ছে-
Percent Defective (%) = (Total Number of Defective Pieces × 100)/Total Pieces Checked
Quality Inspection Check sheet Format এর একটি নমুনা
Quality Inspection Checksheet Format
Figure: Quality Inspection Checksheet Format
Percent Defective সম্পর্কিত একটি সমস্যা ও সমাধান 



প্রশ্নঃ একটি লাইনের একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিনে 800 পিস গার্মেন্টস চেক করে 60 টি Defective Garments পেল। তাহলে ঐ লাইনের Percent Defective (%) কত?
সমাধানঃ
এখানে, Total Pieces Checked = 800 পিস।
Total Defective Pieces = 60 টি।
তাহলে, Percent Defective এর সূত্রানুসারে,
Percent Defective (%) = (60 × 100)/800 = 7.5
অর্থাৎ ঐ লাইনের Percent Defective 7.5%.
আশা করি Percent Defective সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা কোন কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। 

আরো পড়ুনঃ
DHU কি? কিভাবে এটি পরিমাপ করতে হয়? | What is DHU? How tomeasure it?

6 comments:

  1. https://onlinegarmentsacademy.blogspot.com/2019/07/garments-production-planning_31.html

    ReplyDelete
  2. Line crontrolar কাকে বলে..?

    ReplyDelete
  3. আপনার কোয়ালিটি ইন্সপেকশন এর যেই চেকশীট টি দিয়েছেন সেটাতে পারসেন্ট ডিটেকটিভ এর উত্তর ভুল।এটা হবে-৬.৬৯...আশা করি এটি ঠিক কর।।

    ReplyDelete
  4. Bay shade wise county plan 1 ti post chai

    ReplyDelete