হিটসেট কি?
বিশেষ
করে যে নিট কাপড়ে ইলাস্টিন (আমরা লাইক্রা বললে ভালো চিনে থাকি) থাকে তাকে স্টেবল
করার জন্য ফেব্রিককে যে থার্মাল প্রসেস করা হয় তাকে হিট সেটিং বলা হয়ে থাকে।
হিটসেট
প্রধানত নিচের কাজগুলো করে থাকে।
✓
Stabilize yarn twist
✓
Removing residual shrinkage
✓
Increase wrinkle resistance
✓
Obtain durable pleat
ইলাস্টিন ফেব্রিককে হিটসেট না করলে কাপড় ডাইং এর পর খেপে যায় আর কাপড় এ প্রচুর ক্রিজ পরে যা ফিনিশ করার পর ও ঠিক হয় না।
হিটসেট সম্পর্কে কিছু তথ্যঃ
✓ হিটসেট না করলে ফেব্রিকের ডায়া কমে যাবে তাকে স্টেন্টার এ টেনে ও ঠিক করা যাবে না।
✓
হিট সেট করলে ফেব্রিক গ্রে কালার থেকে হালকা হলুদ রর্ণ ধারন করে এবং ফেব্রিক থেকে বিস্কুট
এর মত গন্ধ
বের হয় ।
✓
ফেব্রিকের কালার একটু হলুদ হলেও সমস্যা নাই কারন তাকে ব্লিচ করলে হলদে ভাবটা চলে
যাবে।
✓
কাপড় কে হিট সেট করার আগে ডায়া ওপেন করে নিতে হয়। পরে ব্যাক সুইং করে আবার টিউব ডায়া
করে নিতে হয়।
✓
হিটসেট করার সময় স্টেন্টার মেশিনে এর তাপমাত্রা রাখবেন ১৯০- ২০০ ডিগ্রি রাখতে হয়।