Showing posts with label Viva Tips. Show all posts
Showing posts with label Viva Tips. Show all posts

সিভিতে (CV) তে যে ভুলগুলোর জন্য চাকরি হয়না

 চাকরি পাওরার প্রাথমিক ধাপ হচ্ছে নিজের সুন্দর একটি সিভি। একজন সিলেকশনার প্রথমে কাউকে না চিনেই তাকে প্রাথমিক বাছাই করে থাকে একটি সিভির মাধমে। একটি সিভি যত নির্ভুল, গোছানো ও তথ্য-বহুল হবে , সেই সিভিটা শর্ট লিস্টেট হবার সম্ভবনা তত বেশি।

 

আধুনিক যুগে প্রিন্টেট সিভি’র চেয়ে প্রধানত ই-মেলেই সিভি বেশি আদান-প্রধান করা হয়। বর্তমান চাকরীর বাজারে যেকোন চাকরীর বিজ্ঞপ্তিতে প্রচুর আবেদন পড়ে যার ফরমাল মাধ্যম হচ্ছে সিভি। যেহেতু কয়েকটি খালি পোস্টের জন্য প্রচুর আবেদন জমা পড়ে তাই শর্টলিস্টেট করায় সময় ইমেইল বা সিভির ভুলকে খুব প্রাধান্য দেওয়া হয়।

CV,Textile Job CV,Garments Job CV,CV writting

ই-মেইলে সিভি পাঠাতে গেলে ধরণের ভুল হবার সম্ভবনা থাকে-

১। ই-মেইল সংক্রান্ত ভুল।

২। সিভি সংক্রান্ত ভুল।

 

 


ই-মেইল সংক্রান্ত ভুলের নমুনাঃ

ই-মেইল এর সাবজেক্ট না লেখা।

সাবজেক্ট ভুলভাবে লেখা।

সাবজেক্ট এ যে পোস্ট এর জন্য সিভি পাঠানো হচ্ছে তা না লেখা।

ই-মেইল এর বডিতে কিছু না লেখা

বডিতে কিছু লিখলেও কোন সম্বোধন না করা।

নিজের নাম লেখে ই-মেইল এর বডি শেষ করা।

ইমেই এর বডিতে কাভার লেটার না দেওয়া।

ই-মেইল বডিতে ভুল শব্দ বা বাক্য থাকা।

সিভি PDF ফরমেট না দিয়ে Word ফরমেট এ পাঠানো।

সিভি ফাইলটার যথার্থ নাম দেয়না

 


 

সিভি সংক্রান্ত ভুলের নমুনাঃ

সিভিতে শব্দ ও বাক্যগত ভুল থাকা।

সিভিতে অপ্রাসঙ্গিক বিষয়ের প্রাধান্য দেওয়া।

সিভিতে নিজেকে উপস্থাপণ করতে না পারা।

সিভিতে ভুল তথ্য দেওয়া।

সিভিতে লেখা যেকোন বিষয় সম্পর্কে ভাইবাতে বলতে না পারা।

সিভি দেখতে স্মার্ট না হওয়া।

 

 

 

যেহেতু চাকরীর বাজার খুব প্রতিযোগিতাপূর্ণ তাই চাকরিদাতা অনেক প্রার্থীর মধ্য থেকে সবদিক দিয়ে ভাল ব্যক্তিটিকেই সিলেক্ট করবেন। তাই নিজেকে বাচাই পর্বের প্রাথমিক ধাপেই যোগ্য প্রমাণ করতে হবে। আর প্রথম ধাপেই ভুলের কারণে বাদ পরে গেলে ভাইভা দেওয়ার সুযোগটাই আসবে না ফলে চাকরি পাওয়ার সম্ভবনা অনেক কমে যাবে।

গার্মেন্টস ও টেক্সটাইল এর জন্য গুরুত্বপূর্ণ কনভার্শন গুলো জেনে রাখুন ।

গার্মেন্টস ও টেক্সটাইল এর জন্য গুরুত্বপূর্ণ কনভার্শন

গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরের প্রতিটি সেকশনে বিভিন্ন ধরণের মেজারমেন্ট ব্যবহার করা হয়। এই মেজারমেন্ট এর জন্য বিভিন্ন ধরনের পরিমাপের একক ও একককের কনভার্শন ব্যবহার করা হয়। নিচে বিভিন্ন টেবিলের মাধ্যমে বিভিন্ন ধরনের এককের মান ও কনভার্শন দেখানো হলো।


১। সাধারণ কনভার্শনঃ

1 Centimeter

10 Millimeter

0.3937 Inch

 

 

1 Decimeter

10 Centimeter

 

 

 

1 Gram

0.0353 Ounce

 

 

 

1 Hank

 840 yard

 

 

 

1 Inch

25.4 Millimeter

2.54 Centimeter

 

 

1 Kilogram

1000 gram

2.204 pound

 

 

1 Lee

120 yard

 

 

 

1 Liter

1000 Milliliter

1000 CC (Cubic centimeter)

 

 

1 Meter

1000 millimeter

100 Centimeter

1.09 Yard

 39.37 Inch

1 Metric ton

1000 Kilogram

 2204.62 Pound

 

 

1 ounce

28.35 gram

 

 

 

1 Pound

16 ounce

453.6 gram

7000 grain

 

1 Yard

3 foot

36 inch

 0.91 meter

 

 

২। দৈর্ঘ্য সম্পর্কিত বহুল ব্যবহৃত কিছু কনভার্শনঃ

১ মিটার

১.০৯৩ গজ

১ গজ

০.০৯১৪ মিটার

৩৬ ইঞ্চি

১ গজ

১০০ সে.মি.

১ মিটার

১ ইঞ্চি

২.৫৪ সে.মি.

 

 

৩। ওজন সম্পর্কিত বহুল ব্যবহৃত কিছু কনভার্শনঃ

১৬ আউন্স

১ পাউন্ড,

৭০০০ গ্রেইন

১ পাউন্ড,

৪৫৩.৫৬ গ্রাম

১ পাউন্ড,

.৪৫৩ কেজি

১ পাউন্ড,

২.২০৪ পাউন্ড

১ কেজি,

১০০০ গ্রাম

১ কেজি

২২০৪ পাউন্ড বা ১০০০ কেজি

 মেট্টিক টন


৪। ইঞ্চি সম্পর্কিত কনভার্শনঃ

৮ সুতা

১ ইঞ্চি

১ সুতা

ইঞ্চ

২ সুতা

¼ ইঞ্চি

৩ সুতা

ইঞ্চি

৪ সুতা

½ ইঞ্চি

৫ সুতা

ইঞ্চি

৬ সুতা

¾ ইঞ্চি

৭ সুতা

ইঞ্চি

১৮ ইঞ্চি ২ সুতা

১৮¼ ইঞ্চি

৪৪ ইঞ্চি ৪ সুতা

৪৪½ ইঞ্চি

১১ ইঞ্চি ৩ সুতা

১১ ইঞ্চি।


৫। সেন্টিমিটার সম্পর্কিত কনভার্শনঃ

১০ মিমি

১ সে:মি:

১ মিমি

০.১ সে:মি:

২ মিমি

০.২ সে:মি:

৩ মিমি

০.৩ সে:মি:

৪ মিমি

০.৪ সে:মি:

৫ মিমি

০.৫ সে:মি:

৬ মিমি

০.৬ সে:মি:

৭ মিমি

০.৭ সে:মি:

৮ মিমি

০.৮ সে:মি:

৯ মিমি

০.৯ সে:মি:

১ ইঞ্চি

২.৫৪ সে:মি:

২৪ ইঞ্চি × ২.৫৪ সে:মি:

৬০.৯৬ সে:মি:

৬০.৯৬ সে:মি: ÷ ২.৫৪ সে:মি:

২৪ ইঞ্চি ।