Showing posts with label Sewing. Show all posts
Showing posts with label Sewing. Show all posts
তৈরি পোশাক শিল্প হচ্ছে বাংলাদেশের অর্থনৈতির সবচেয়ে বড় খাত।
বিগত ২০১৮-২০১৯ অর্থবছরে এই খাত থেকে মোট রপ্তানি হয়েছে ৩৪.১৩ বিলিয়ন মার্কিন ডলার
যা তার আগের অর্থবছরের তুলনায় ১১.৪৯% বেশি।
BGMEA এর তথ্য মতে বর্তমানে দেশে ছোট বড় প্রায় ৪ হাজারের মত গার্মেন্টস রয়েছে।
এগুলোর মধ্যে যেমন রয়েছে বিশ্বমানের প্রতিষ্ঠান তেমনি রয়েছে নিবন্ধন ছাড়া
কারখানাও। সবগুলো গার্মেন্টস এর অবদানই গুরুত্বপূর্ণ। তবে বৈশ্বিক মানে এগিয়ে থাকা
১০টি গার্মেন্টসকে নিজেদের গর্ব বলে দাবি BGMEA এর।
সম্প্রতি কানাডাভিত্তিক বিজনেস
ওয়েবসাইট BizVibe এই ১০টি শীর্ষ গার্মেন্টস কোম্পানি নিয়ে একটি বিশেষ প্রতিবেদক
প্রকাশ করেছে। যেখানে উঠে এসেছে বাংলাদেশের রপ্তাতি ও কোয়ালিটিতে এগিয়ে থাকা ১০ টি
কারখানার নাম ও তাদের সম্পর্কে বিশেষ কিছু তথ্য।
০১. হামীম গ্রুপ:
✔ ৩০ বছর ধরে এই কোম্পানিটি বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
✔ ৩০ বছর ধরে এই কোম্পানিটি বাংলাদেশের পোশাক শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
✔ রয়েছে মোট ২৬
টি ফ্যাক্টরি ।
✔ রয়েছে প্রায় ৫০
হাজার শ্রমিক।
০২. বেক্সিমকো ফ্যাশন লিমিটেড:
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।
✔ USA, CANADA,
Europe সহ নামিদামী ব্র্যান্ডের জন্য বছরে
প্রায় ৬ মিলিয়ন পিসেরও বেশী পোষাক রফতানি করে থাকে।
০৩. ডিবিএল গ্রুপ:
✔ বিভিন্ন দেশে ডিবিএল গ্রুপের বড় বাজার রয়েছে।
✔ বিভিন্ন দেশে ডিবিএল গ্রুপের বড় বাজার রয়েছে।
✔ পুমা, জি-স্টার
সহ বড় বড় ব্র্যান্ড এর জন্য প্রতিষ্ঠানটি পোশাক তৈরি করছে।
✔
২০১৬ সালে প্রতিষ্ঠানটি অর্জন করে আইসিএমএবি বেস্ট কর্পোরেট
অ্যাওয়ার্ড।
✔ ২০১৭ সালে প্রতিষ্ঠানটি
অর্জন করে এইচএসবিসির ক্লাইমেট অ্যাওয়ার্ড ও আইসিকিউসিসি গোল্ড অ্যাওয়ার্ড।
০৪. স্কয়ার ফ্যাশন লিমিটেড:
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে।
✔
প্রতিষ্ঠানটি শ্রমিকদের নানা সুযোগ সুবিধা দেয়ার জন্য সর্বমহলে বিশেষভাবে পরিচিত।
✔
বর্তমানে রয়েছে দুটি গার্মেন্টস ইউনিট ও দুটি ফেব্রিক ইউনিট।
০৫. ওপেক্স সিনহা গ্রুপ:
✔ পোশাক খাতে বছরে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি রফতানি করে থাকে এই গ্রুপটি।
✔ পোশাক খাতে বছরে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি রফতানি করে থাকে এই গ্রুপটি।
০৬. ইপিলিয়ন গ্রুপ:
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
✔
এমপ্লয়িদের বেস্ট সার্বিস প্রদানের জন্য বেশ সুপরিচিত।
✔
পণ্যের গুণগত মানের জন্যেও বিখ্যাত ক্রেতাদের কাছে।
০৭. এশিয়ান এপারেলস লিমিটেড:
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে।
✔ সুন্দর ও মনোরম কাজের পরিবেশের জন্য বিখ্যাত।
০৮. ফকির গ্রুপ:
✔
ভাল কোয়ালিটির পণ্যের জন্য ক্রেতাদের কাছে খুবই প্রিয়।
০৯. গিভেন্সি গ্রুপ অব ইন্ডাস্ট্রি লিমিটেড:
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৮২ সালে।
✔ কর্মরত শ্রমিক রয়েছে প্রায় ১৭,০০০
১০. স্ট্যান্ডার্ড গ্রুপ:
✔ প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে।
✔ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সর্বাধুনিক প্রযুক্তি
ব্যবহারে এগিয়ে।স্যাম্পল কি?
গার্মেন্টস
স্যাম্পল হচ্ছে এক বা একাদিক গার্মেন্টস আইটেম যা কোন একটি লট, ব্যাচ বা পুরো অর্ডারের
সকল গার্মেন্টসকে উপস্থাপন করে। কোন গার্মেন্টস অর্ডারের সবগুলো গার্মেন্টস এর কোয়ালিটি
ও রিকয়্যারমেন্টস আলাদা আলাদাভাবে চেক করা বায়ার বা বায়ার নমিনেটেড ব্যাক্তির পক্ষে সম্ভব নয়। সে কারণে বায়ার বা বায়ার নমিনেটেড ব্যাক্তি
একটি অর্ডারের পক্ষ থেকে কয়েক ধরণের স্যম্পলের সাহায্যে গার্মেন্টস আইটেমের বিভিন্ন
গুণাগুণ বিচার করে থাকে।
আবার
নতুন অর্ডারের প্রদানের ক্ষেত্রেও বাল্ক গার্মেন্টসগুলো কেমন হবে তা স্যম্পলের সাহায্যে
বিবেচনা করা হয়।
স্যাম্পলের
সাহায্যে প্রধানত গার্মেন্টস আইটেমের নিচের বিষয়গুলো ধারণা নেওয়া হয়।
✔ ডিজাইন
✔ ম্যাজারমেন্ট
✔ কোয়ালিটি
✔ ফিটনেস
✔ বাহ্যিক দিক
উপরের
বিষয়গুলো সঠিকভাবে অনুসরণ হচ্ছে কিনা তা জানার জন্য প্রোডাকশনের বিভিন্ন স্টেজে বিভিন্ন
ধরণের স্যম্পল বানাতে হয় এবং তা বায়ারের কাছে সাবমিট করতে হয় এবং এপ্রুভাল নিতে হয়।
নিচে
বিভিন্ন ধরণের স্যম্পল নিয়ে আলোচনা করা হল।
Proto Sample
অর্ডার
প্রধানের পূর্বে প্রথম স্যাম্পল এটি। বায়ারের পক্ষ থেকে Requirement পেয়ে এই
Sample বানানো হয়। ফ্যাক্টরিতে Available Trims & Accessories দিয়ে এটি বানিয়ে
বায়ারকে দেখানো হয় শুধুমাত্র Styling দেখার জন্য।
Fit Sample
বায়ার
এর দেওয়া Fabricationঅনুযায়ি Sample বানানো হয়। Actual Color না হলেও অন্য কালার কিন্তুু GSM ঠিক রেখে এবং সুতার
Count ঠিক রেখে Sample বানানো হয়।
বায়ার
প্রদত্ত Fabrication, Composition ও GSM অনুযায়ী এই স্যাম্পল বানানো হয়। এই স্যাম্পলের
ফেব্রিক যে কোন কালারের হলে সমস্যা নেই তবে Fabrication, Composition, GSM এবং সূতার
Count অবশ্যই বায়ারের রিকয়্যারমেন্ট অনুযায়ী হতে হবে।
Photo Sample
Actual
Fabrics, Trims & Accessories দিয়ে এই Sample বানানো হয় এবং বায়ারকে দেখানো হয়।
Size Set Sample
বায়ার
প্রদত্ত Size অনুযায়ী Grading করে, প্রত্যেক সাইজের জন্য কয়েকটি করে গার্মেন্টস স্যাম্পল
বানিয়ে বায়ারকে দেখানো হয়।
Counter Sample
মূল
অর্ডারের রেফারেন্স হিসেবে এই স্যাম্পল বানানো হয়। গার্মেন্টস এর সবগুলো রিকয়ারমেন্টস
যেমন- Actual Trims & Accessories, সাইজ, কালার, ফেব্রিক টাইপ, প্রিন্ট, এম্ব্রয়ডারি,
ওয়াস ইত্যাদির সাহায্যে এই সাম্পল রেডি করে বায়ারের কাছে সাবমিট করা হয়।
PP or Pre Production Sample
Bulk
প্রডাকশন শুরু করার পূর্বে প্রতি Size এর দুই Piece করে Sample বানানো হয়। এবং এই স্যম্পল
ফলো করে Bulk এর সব প্রডাকশন করা হয়।
SMS or Sales Man Sample
এই
স্যম্পল প্রায় Pre Production Sample এর মতই। অনেক বায়ার এই স্যাম্পল চেয়ে থাকে।
TOP or Top Over Production Sample
Bulk
এর 20% - 30% Production হলে এই Sample বানাতে হয়।
Shipping Sample বা Shipment Sample
ফাইনাল
ইন্সপেকশন এ কিরকম গার্মেন্টস যাচ্ছে এবং তার কোয়ালিটি কি রকম হবে তা বুঝার জন্য বায়ারকে
এই স্যাম্পল দিতে হয়।
আরো কমন কিছু
Sample, যেমন-
✔ Design Sample
✔ Development Sample
✔ Online Sample
✔ Reference Sample
✔ Seal Sample
✔ Approval Sample
✔ Mock Up Sample
✔ Rack Sample
✔ Red / Yellow Tag Sample
উপরে
আলোচিত স্যাম্পলগুলো মধ্যে একেক বায়ার একেক স্যাম্পল চাইতে পারে বা একেক বায়ারের স্যাম্পলের
ধরণ একেকরকম হতে পারে বা একেক স্টেজে চাইতে পারে।
একজন আদর্শ Merchandiser কে কি কাজ জানতে হয় ?
মারচেন্ডাইজার যে কোন ফ্যাক্টরীর জন্য খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বলতে গেলে তারা বায়ার ও ফ্যাক্টরীর মধ্যে
সেতুবন্ধন হিসেবে কাজ করে। আর যার মধ্যে বায়ারকে ম্যানেজ করার গুণ সবচেয়ে বেশি
থাকে সে মারচেন্ডাইজিং পেশায় খুব দ্রুত উন্নতি করে থাকে। এই বায়ার ম্যানেজ করার
জন্য অবশ্যই ভাল মার্চেন্ডাইজার হতে হবে। আর ভাল মার্চেন্ডাইজার হতে হলে এরকম ভাল
কিছু গুণ থাকতে হবে যা দিয়ে বায়ার এবং বায়ারের সকল রিকয়ারমেন্ট সুন্দরভাবে পূর্ণ
করা যায়। নিচে একজন ভাল মার্চেন্ডাইজার হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন তা নিয়ে
সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরা হল। লেখাটি ফ্রেশারদের জন্য নয়। লেখাটি মূলত অভিজ্ঞ
মার্চেন্ডাইজারদের জন্য যারা অন্তত ১ বছর কাজ করেছে। তবে ফ্রেশারদের অবশ্যই এই
গুণগুলো অর্জন করে একজন ভাল তথা দক্ষ মার্চেন্ডাইজার হিসেব নিজেকে প্রতিষ্ঠিত করতে
হবে।
একজন আদর্শ Merchandiser এর যে ১২টি গুণ থাকা প্রয়োজন।
১. Buyer এর পাঠানো কিছু বিষয় সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে। যেমন-
✔ Technical sheet
✔ Order sheet
✔ Size Sheet
✔ Manual Guide
✔ Fashion Design
✔ Sketch up
✔ Payment Terms and
Conditions ইত্যাদি।
২. ফেব্রিক, ইয়ার্ণ ও এই সম্পর্কিত বিষয় সম্পর্কে ধারণা থাকতে
হবে। যেমন-
✔ Fabric Type, Quality & Price
✔ Yarn Type, Quality & Price
✔ Supplier Type
✔ Sourcing Method
৩. কিছু টেকনিক্যাল বিষয়ে স্পষ্ট ধারণা
থাকতে হবে। যেমন-
✔ Fabric & Yarn
Consumption
✔ Costing
✔ Product
Measurement
✔ Product SMV
✔ Product
Criticality
✔ Back Calculation
✔ Competitive Pricing
✔ Allowance
✔ Wastage% ইত্যাদি।
৪. গার্মেন্টস ও টেক্সটাইল এর Production, Plan ও Quality সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Production Time
✔ Production
Capacity
✔ Production Quality
✔ Plan Follow-up ইত্যাদি।
৫. গার্মেন্টস প্রোডাকশনের জন্য বিভিন্ন উপাদান সম্পর্কে ধারণা
থাকতে হবে। যেমন-
✔ Lad Dip
✔ Trim Card
✔ Swatch Card
✔ Approval ইত্যাদি।
৬. গার্মেন্টস ও ফেব্রিক উৎপাদনের বিভিন্ন প্রসেস সম্পর্কে ধারণা
থাকতে হবে। যেমন-
✔ Knitting/Weaving Production
✔ Dyeing & Dyeing Finishing
Production
✔ Cutting, Printing & Embroidery
Production
✔ Garments Production
✔ Washing Production ইত্যাদি।
৭. বায়ার রিসার্স করার দক্ষতা থাকতে হবে। যেমন-
✔ Buyer Behavior
✔ Buyer Category
✔ Buyer Lead Time
✔ Buyer Pricing,
Revision, Development ইত্যাদি
৮. বায়ার এবং সাপ্লাইয়ারের সাথে ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
যেমন-
✔ বায়ারের
পাঠানো মেইল পুরোপুরি বুঝতে পারা।
✔ বায়ারকে
গুছিয়ে মেইল লিখতে পারা।
✔ বায়ার ও
সাপ্লাইয়ারদের সাথে মোবাইলে বা বা ভিডীও কলে সুন্দরভাবে কথা বলতে পারা।
✔ বায়ার ও
সাপ্লাইয়ারদেরকে যে কোন পরিস্থিতিতে ম্যানেজ করতে পারা।
৯. বিভিন্ন ধরণের Documentation ও Policy
সম্পর্কে জানতে ও বুঝতে হবে। যেমন-
✔ Export Import Policy
✔ Reporting
✔ Invoice
✔ Packing List
✔ Inspection
✔ Shipment Booking,
✔ Factory Profile,
✔ HR Policy
✔ Fire Safety
১০. বিভিন্ন ধরণের স্যাম্পল সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Proto Sample
✔ Fit Sample
✔ Size Set Sample
✔ Salesman Sample
✔ Photo Shoot Sample
✔ Development Sample
✔ PP Sample
✔ Counter Sample
✔ Gold Seal Sample /Sealed Sample ইত্যাদি।
১১. বিভিন্ন ধরণের বুকিং সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন-
✔ Yarn Booking
✔ Fabric Booking
✔ Sample Booking,
✔ Trims & Accessories Booking ইত্যাদি।
১২. কম্পিউটার ব্যবহারে ভাল দক্ষতা থাকতে হবে। যেমন-
✔ Windows Operation
System
✔ Microsoft Office Program (Word, Excel,
PowerPoint, Outlook)
✔ Inter Information Researchability
✔ Emailing, Skype, Whatsapp Group, Viber
Group, TeamViewer etc
উপরের বিষয়গুলো সম্পর্কে জানা থাকলে অবশ্যই আপনি
একজন ভাল মার্চেন্ডাইজার। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে যা আপনাকে পরিস্থিতি অনুযায়ী
জানতে ও শিখতে হবে।
See the video & Subscribe us on Youtube for more update.
See the video & Subscribe us on Youtube for more update.