Showing posts with label Garments Finishing. Show all posts
Showing posts with label Garments Finishing. Show all posts

What is Crease Mark? How to Remove Crease From Fabric | ফেব্রিকের ক্রিজ দুর করার উপায়।

ক্রিজ কি এবং কেন ক্রিজ হয়?
ক্রিজ (Crease) হচ্ছে ফেব্রিকে ভাঁজ পড়া বা ফেব্রিক কুঁচকিয়ে যাওয়া। ফেব্রিক যদি ভাঁজ অবস্থায় অনেক দিন একইভাবে থাকে বা ভারী কোন কিছুর নিচে অনেক দিন চাপা পড়ে থাকে অথবা কোন কিছুর প্রভাবে মুচড়ে যায় তবে ফেব্রিকে ক্রিজ (Crease) বা ভাঁজ পড়ে। এগুলো হচ্ছে নিত্য-নৈমন্তিক ও সাধারন কারণ।
Fabric Fault, Crease Mark

টেকনিক্যাল কারণগুলো হল-
১. ডাইং মেশিনে ফেব্রিক যদি Over load বা Under load এ দেওয়া হয়।
২. ডাইং বা ফিনিশিং মেশিনে যদি Cycle Time প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া হয়।
৩. Bow Expander যদি ভুলভাবে সেট করা হয়।
৪. ফেব্রিক Heating Rate এবং Cooling Rate এ যদি তারতম্য হয়।
৫. নিটিং এর Construction যদি খুব Tight হয়।
৬. সূতা যদি খুব Twisting প্রবণ হয়। 


কোন ধরণের ফেব্রিকে ক্রিজ বেশি পড়ে?
নিটিং এর চেয়ে ওভেন ফেব্রিকে ক্রিজ মার্ক বেশি পড়ে। কারণ নিটিং ফেব্রিক প্যাডিং করার সময় এন্টি ক্রিজিং এজেন্ট ব্যবহার করা হয় যা ওভেন ফেব্রিকে ব্যবহার করা হয় না। বিভিন্ন ধরণের ফেব্রিকের মধ্যে লাইক্রা ফেব্রিকে বেশি ক্রিজ পড়ে।
Crease Mark, Fabric fault

ক্রিজ সমস্যায় করণীয়
কিছু কিছু ক্রিজ সমস্যা আছে যেগুলো খুবই নগণ্য এবং তার জন্য বড় ধরণের কোন প্রতিকারমূলক ব্যবস্থা না নিলেই চলে। তবে তার আগে বুঝতে হবে কোন ক্রিজ সমস্যাটি Minor এবং কোনটি Major.
কিছু কিছু ক্রিজ আছে যা Garments Wash এর পড় দূর হয়ে যায়। এজন্য ক্রিজ পড়া ১-২ মিটার ফেব্রিক ওয়াস করে দেখা যেতে পারে যে ওয়াস এর পর ক্রিজ থাকে নাকি চলে যায়।
আবার স্টীম আয়রণ করেও দেখা যেতে পারে।


ফেব্রিকের ক্রিজ দূর করার উপায়
. লাইক্রা কাপড় হিটসেটিং করে ডাইং করতে হবে।
২. ফেব্রিক কিছুক্ষণ ভিজিয়ে রেখে Continuous Wash করা। এতে ৫০-৬০% ক্রিজ দূর হুয়ার সম্ভাবনা থাকে।
৩. ফেব্রিককে রি-মার্সারাইজেশন করা যেতে পারে। এটি খুবই কার্যকরী পদ্ধতি। এতে ৮৫-৯৫% ক্রিজ দূর হয়ে যায়।
৪. যদি ফেব্রিকের শেড পরিবর্তন না হয় তাহলে ডাবল প্যাডারে স্টেনটারিং করে এতে এন্টি-ক্রিজ এজেন্ট দেওয়া যেতে পারে। এই প্রক্রিয়ার প্রায় ৮০% ক্রিজ দূর হয়ে যায়।
৫. ফেব্রিক যদি RFD (Ready For Dye) হয় তাহলে Deep Shade Dyeing করা যেতে পারে। কারণ ফেব্রিকের সেড ডীপ হলে ক্রিজ চোখে ধরা পড়ে না।
৬. যদি উপড়ের কোন প্রক্রিয়াতেই ক্রিজ দূর করা না হয় তাহলে ফেব্রিককে স্ট্রিপিং করে আবার রি-প্যাড ও রি-ডাইং করতে হবে।

Trims এবং Accessories কি? Trims এবং Accessories এর উদাহরণ। Trims এর প্রকারভেদ। Trims এবং Accessories এর পার্থ্যক্য?

Trims কি? | Accessories কি? | Trims এবং Accessories এর উদাহরণ | Trims কত প্রকার ও কি কি? | Trims এবং Accessories এর পার্থ্যক্য

যে কোন পোশাক (Garments) তৈরির জন্য শুধু Fabric ই মূল উপাদান নয়। Fabric ছাড়াও এমন কিছু উপাদান (Material) রয়েছে যা garments এর বিভিন্ন অংশ জোড়া লাগাতে, শক্ত করতে, ধরে রাখতে, সৌন্দর্য বৃদ্ধিতে এবং ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহৃত হয়। আর এসব উপাদান Trims এবং Accessories  নামে পরিচিত।
গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে Trims এবং Accessories  অতি পরিচিত দুটি শব্দ। অনেক সময় আমরা কোনটি  Trims এবং কোনটি Accessories  তা আলাদা করতে বলতে পারিনা। কিন্তু এই লেখাটি পড়লে  আপনারা সেই Confusion টা পুরোপুরি দূর হয়ে যাবে বলে আমি আশাবাদী।

Trims কি?
Trims হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সেই সকল উপাদান যা গার্মেন্টস ব্যবহারের সময় fabric এর সাথে সর্বদা লেগে থাকে। যেমনঃ Thread, Button, Zipper, Piping, Bow, Label, Interlining, Hook, Velcro, Rivet, Interlining ইত্যাদি।



Trims এর প্রকারভেদ
Trims দুই প্রকারঃ
1    ১। Visible Trims - যে trims গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায়। যেমনঃ Button, Zipper, Bow ইত্যাদি।
2    ২। Invisible Trims - যে trims গার্মেন্টস এর বাহির থেকে দেখা যায়। যেমনঃ Interlining, Elastic, Piping Cord ইত্যাদি।

Accessories কি?  
Accessories হল fabric ব্যাতীত কোন গার্মেন্টস এর সাথে সম্পর্কিত সেই সকল উপাদান যা গার্মেন্টস পরিধানের সময় ব্যবহারকারী সেগুলো ব্যবহার করে না। এগুলো গার্মেন্টস এর তথ্য, পরিবহন, সুরক্ষা, ক্রেতাদের আকর্ষণ ও  সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়।  যেমনঃ Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।
 
আরো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি এই ওয়েবসাইটের অফিসিয়ায় ইউটিউব চ্যানেলের। Textile & Garments সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি >>SUBSCRIBE<< করে রাখতে পারেন।
 

 
Trims এবং Accessories এর পার্থক্য
নিচে Trims এবং Accessories এর পার্থক্যের একটি টেবিল দেওয়া হল। যা থেকে দুটি আলোচ্য বিষয় থেকে আরো কিছু স্বচ্ছ ধারনা পাওয়া যেতে পারে।

নং
বিষয়
Trims
Accessories
০১
সংজ্ঞা
কোন Garments (পোশাক) এর যে সকল উপাদান সবসময়  Garments এর সাথে লেগে থাকে তাদেরকে Trims বলে
কোন Garments (পোশাক) এর যে সকল উপাদান Garments টি পরিধানের সময় ব্যবহার করে না সেই সকল উপাদানকে Accessories বলে
০২
ব্যবহারের উদ্দেশ্য
গার্মেন্টস এর গুণগত মান বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়

মূলতঃ গার্মেন্টস এর বাহ্যিক সৌন্দর্য্য ও সুরক্ষার জন্য ব্যবহৃত হয়।

০৩
সর্বশেষ ব্যবহার
Trims সবসময় গার্মেন্টস এর সাথে লেগে থাকে
গার্মেন্টস ব্যবহারের সময় Accessories ব্যবহার করা হয় না
০৪
উদাহরণ
Thread, Button, Zipper, Bow, Hook, Velcro, Rivet, Interlining, Piping, Label ইত্যাদি।
Hanger, Carton, Poly Bag, Sticker, Tag ইত্যাদি।