What is Basting Stitch for Garments? Why and Where Basting Stitch is Used?

গার্মেন্টস প্রোডাকশনে বাস্টিং স্টিচ কি? এইটি কেন ও কোথায় ব্যবহার করা হয়?

Basting Stitch (বাস্টিং স্টিচ)

গার্মেন্টস সুইং করার সুবিধার্থে দুই বা ততোধিক ফেব্রিক বা কোন ট্রিমস এর অংশকে অস্থায়ীভাবে সঠিক স্থানে ধরে রাখার জন্য যে স্টিচ বা সেলাই দেওয়া হয় তাকে Basting Stitch (বাস্টিং স্টিচ) বলে। এই ধরণের শেলাই লম্বা লম্বা করে দেওয়া হয় এবং  টেনশনও  কমিয়ে করে দেওয়া হয় ফলে শেলাইগুলো ঢিলেঢালা (Loose) হয়।  ঢিলেঢালা হওয়ার ফলে স্থায়ী সেলাই করার পর সহজেই বাস্টিং খুলে ফেলা যায়।
What is Basting, Garments Basting

Basting এর উদ্দেশ্য (Purpose of Basting Stitch)

১। স্থায়ী সেলাই দেওয়ার পুর্বে দুই বা ততোধিক ফেব্রিক বা কোন ট্রিমস এর অংশকে শক্তভাবে সঠিক স্থানে ধরে রাখতে।
২। গার্মেন্টস এর পার্টগুলো যা তে অন্যটির সাথে মিশে না যায়। যেমনঃ শার্ট ও প্যান্টের ক্ষেত্রে ফ্রন্ট ও ব্যাক পার্ট যাতে একটি আরেকটি সাথে মিশে না যায় সে জন্য বাস্টিং করা হয়।
৩। গার্মেন্টস এর দুই বা ততোধিক পার্ট এর সঠিক Alignment করতে।

Basting এর প্রয়োগ (Application of Basting Stitch)

“বাস্টিং গার্মেন্টস সুইং এর ক্ষেত্রে অপচয় অপচয় মনে হলেও তা মূল প্রসেসকে সঠিকভাবে সেলাই করতে ও পণ্যের গুনগত মান রক্ষার্থে সাহায্য করে”। জড়ি, লেস, জিপার ইত্যাদি যে সকল ট্রিমস গার্মেন্টসের ভাঁজে সেলাই করতে হয় সেগুলোকে বাস্টিং না করে নিলে মূল সেলাইয়ের সময় আঁকাবাঁকা হয়ে যে তে পারে।
নিচে বাস্টিং করা হয় এমন কিছু প্রসেস এর নাম দেওয়া হলঃ-
১। Zipper Join
২। Armhole
৩। Side Seam
৪। Armhole
৫। Front and Back Part
৬। Bottom Hem



(লেখাটি কেমন লাগল? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে)

3 comments:

  1. Very useful post. We want more same post.

    ReplyDelete
    Replies
    1. Thank you very much.

      Please stay with us for more post.

      Delete
  2. Affection to peruse it,Waiting For More new Update and I Already Read your Recent Post its Great Thanks. Choosing between Singer 4411 vs 4452

    ReplyDelete