ট্রাম্বল ড্রায়ার এর সাহায্যে ফেব্রিকের GSM বাড়ানোর উপায়! | Way of Increasing Fabric GSM.

মাঝে এরকম হয় যে কিছু পরিমাণ ফেব্রিকের GSM প্রয়োজনের তুলনায় কম হয়। আমরা জানি যে বায়ার সাধারণত ±৫ থেকে ±১০ পর্যন্ত GSM গ্রহণ করে থাকে। কিন্তু যদি টলারেন্স আরো কম হয় তখন হয় সমস্যা। এই সমস্যা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়ার জন্য একটি উপায় হচ্ছে ট্রাম্বল ড্রায়ার এর সাহায্যে GSM বাড়িয়ে নেওয়া। নিচে এর পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো।
Fabric,GSM,Fabric GSM,Trumble Dryer,Dyeing,Knitting,Knit Fabric
কোন নীট ফেব্রিকের GSM বাড়াতে চাইলে ওই ফেব্রিকের বেক সাইড পানি দিয়ে ভিজিয়ে ৩০-৪০ মিনিট ট্রাম্বল ড্রায়ারে ঘুরালে ঐ ফেব্রিকের GSM +১০ থেকে +১৫ পর্যন্ত বাড়ে।
ট্রাম্বল ড্রায়ারিং প্রক্রিয়াটি তখনই করা উচিত যখন দেখা যাবে যে স্টেনটার বা কম্পেক্টর দিয়ে ফেব্রিক ফিনিশ করেও GSM ঠিক করা যায়নি।  

আবার গার্মেন্টস তৈরির পর যদি দেখা যায় যে ফেব্রিকের GSM কম তখন ঐ গার্মেন্টগুলোকে উল্টিয়ে বেক সাইডে পানির ছিটিয়ে ট্রাম্বল করে নিলে ফেব্রিকের এর GSM কিছুটা বেড়ে যাবে।  এক্ষেত্রে গার্মেন্টটি কিছুটা খেপে যাবে এবং ফেব্রিকের শেড ৫%-১০%  ডিপ হয়ে যাবে।

No comments:

Post a Comment