Machine RPM দিয়ে যেভাবে SMV নির্ণয় করবেন।

 গার্মেন্টস আইটেম বা গার্মেন্টস প্রসেসের SMV নির্ণয়ের অনেক পদ্ধতি রয়েছে। যেমন-

১। টাইম স্টাডি।
২। PMTS (Predetermined Motion and Time Study). এটি জন্য বিভিন্ন এপ্লিকেশন ও সফটওয়্যার ব্যবহার করা হয়।
৩। সিন্থেটিক ডাটা থেকে
৪। মেশিনের RPM এর সাহায্যে।
এই পোস্টে Machine RPM দিয়ে SMV বের কিভাবে করতে হয় সে সম্পর্কে আলোচনা করা হলো।

Machine RPM,SMV,SPI,PMTS

এ পদ্ধতির জন্য নিম্নোক্ত ডাটা প্রয়োজন।

১। Sewing Machine RPM
২। Selected Seam Length in Inche
৩। SPI (Stitch Per Inch)
 

 

এখন নিচের সূত্রের সাহায্যে Cycle Time নির্ণয় করতে হবে।

 

Cycle time = (Seam Length in Inche × SPI)/ Machine RPM

Now we know,

Basic time = Cycle time × Performance rating

Standard Minute Value = (Cycle time × Performance rating + Allowance)

 

Let say

A sewing Machine RMP = 1000

Seam Length = 50 inch

SPI = 12

Performance Rating = 80%

Allowance = 20%

 

So, Cycle time = (Seam Length Inch × SPI) ÷ RPM

= (50× 12) ÷ 1000

= 0.6

 

Now,

Standard Minute Value (SMV) = (Cycle time × Performance rating + Allowance)

= 0.6 × 80% + Allowance

= 0.48 + Allowance

= 0.48 + 0.48 × 20%

= 0.48 + 0.096

= 0.576 Minute

আরো বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি দেখুনঃ


1 comment: