What is Takt Time? How to Measure Takt Time? Why Takt Time is Important? What is the Uses of Takt Time in Garments Industry?

What is Takt Time?
সহজভাবে বলতে গেলে, বায়ারের চাহিদা অনুযায়ী একটি পণ্য উৎপাদনের জন্য যে সময় প্রদান করা তাকে Takt Time বলে। অনেকেই Takt Time কে Cycle বলে ভুল করে থাকে। আসলে Takt Time এবং Cycle Time এক জিনিস নয়। Cycle Time হচ্ছে একটি পণ্য বানাতে কত সময় লাগে তা। অপরদিকে, Takt Time হচ্ছে একটি পণ্য বানাতে বায়ার সর্বোচ্চ যে সময় Allow করে তা। সঠিক সময়ে গার্মেন্টস ডেলিভারি দেওয়ার জন্য Cycle Time অবশ্যই Takt Time হতে কম বা সমান হতে হবে।
Takt Time, Takt Time in Garments Industry

How to Measure Takt Time?
Takt time বের করার জন্য প্রথমে Available Time বের করতে হবে। তারপর সেই টাইমের মধ্যে মোট কত পিছ গার্মেন্ট উৎপন্ন করতে হবে অর্থাৎ ঐ সময়ের মধ্যে Customer Demand কত তা নির্ধারণ করতে হবে। এখন মোট Available Time কে Customer demand দিয়ে ভাগ করলেই Takt time বের হয়ে যাবে। এখন সূত্রটি দাঁড়ায় এরকম-

Takt time = Available Time/ Customer Demand

প্রশ্নঃ একটি লাইন মোট ১০ ঘন্টা চলে। ঐ সময়ের মধ্যে ৬০০ পিছ পণ্য/গার্মেন্ট উৎপন্ন করতে হবে।  Takt time কত?
Available Time          = Shift Duration
                           = 10 X 60  মিনিট (মিনিটে রূপান্তরের জন্য ৬০ দিয়ে গুণ করা হয়েছে)
                           = ৬০০ মিনিট
Customer Demand      = ৬০০ পিছ
Takt time                = ৬০০ / ৬০০
                           = ১ মিনিট।

উত্তরঃ Takt time হচ্ছে ১৫ মিনিট বা প্রতি মিনিটে  সর্বনিন্ম ১পিছ করে গার্মেন্ট উৎপন্ন করতে হবে।

3 thins to remember about Takt Time
  ১। Takt Time আর Cycle Time এক জিনিস নয়।
  ২। Takt Time কে Stop Watch দিয়ে Measure করা যায় না।
  ৩। কাজের মোট  সময় বা Customer Demand কমিয়ে বাড়িয়ে Takt Time পরিবর্তন করা যায়।
Uses of Takt Time in Garments Industry
একটি Calculation এর মাধ্যমে Takt Time এর ব্যবহার ব্যাখ্যা করা যাক।
ধরা যাক, প্রতিদিন ৬০০ পিছ গার্মেন্ট দরকার, শিফট টাইম ১০ ঘণ্টা। অর্থাৎ ১০ ঘন্টা বা ৬০০ মিনিটে দরকার ৬০০ পিছ। তার মানে
৬০০ মিনিটে দরকার ৬০০ পিছ
বা, ১ মিনিটে দরকার ৬০০/৬০০ = ১ পিছ।

এখন যদি প্রতি মিনিটে কোন লাইন হতে সর্বনিন্ম ১ পিছ বা তার বেশি করে গার্মেন্ট আউটপুট হয় তাহলে Buyer Demand পূরণ করতে কোন সমস্যা হবে না, কিন্তু যদি না হয় তাহলে বাড়তি মনযোগ দিয়ে লাইনের প্রোডাকশন বাড়াতে হবে। অর্থাৎ লাইনের প্রোডাকশন কি রকম হতে হবে তা Takt Time হতে ধারণা নেওয়া যায়। 

আবার Takt Time থেকে লাইন টার্গেট সর্বনিম্ন কত দেয়া যাবে তারও একটি ভাল ধারণা পাওয়া যায়।


টেক্সটাইল এবং গার্মেন্টস সম্পর্কিত বিষয়ের উপর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে SUBSCRIBE

No comments:

Post a Comment