গার্মেন্টস/টেক্সটাইল জবের সার্ভিস বেনিফিট সম্পর্কে জেনে নিন | Service Benefit of Garments & Textile Job in Bangladesh

Service Benefit কি ?
Service Benefit হচ্ছে একজন শ্রমিক/কর্মচারী/কর্মকর্তা তার চাকুরীর অবসানের পরবর্তি যে সকল আর্থিক সুবিধাদী কোম্পানী কর্তৃক প্রদত্ব হয় তা। এমন অনেক শ্রমিক/কর্মচারী/কর্মকর্তা রয়েছে যারা গার্মেন্টস/টেক্সতাইল জবের Service Benefit সম্পর্কে জানেনা। আজকের লেখায় গার্মেন্টস/টেক্সটাইল জবের সার্ভিস বেনিফিট সম্পর্কে আলোচনা করা হলো।
Garments,Textile,Service Benefit



Service Benefit এর নিতীমালাঃ


1 comment:

  1. আমি গ্রামেন্টস সেক্টরে একটি গ্রূপ অফ কোম্পানিতে অফিসার পোস্টে জয়েন করে এ.জি.এম হিসেবে ১৫ বছর ৮ মাস পর চাকরি থেকে ইস্তফা দিয়েছি, কোম্পানি আমাকে শুধু শেষ মাসের বেতন এবং অর্জিত ছুটির টাকা পরিশোধ করেছে। আমার নিয়োগ পত্র অনুযায়ী বলা আছে কোম্পানি আইন অনুযায়ী সকল সুবিধাদি প্রদান করবে। এখানে উল্লেখ যে, কোম্পানি শ্রমিকদেরকে সার্ভিস বেনিফিট প্রদান করে থাকে, কারণ বিদেশি বায়ার এই ক্ষেত্রে ইয়ার টু ইয়ার অডিটের সময় এই বিষয়টি চেক করে থাকে। এখন বাংলাদেশের শ্রম-আইন অনুযায়ী আমি কি সার্ভিস বেনিফিট পেতে পারি?

    ReplyDelete