DHU কি? কিভাবে এটি পরিমাপ করতে হয়? | What is DHU? How to measure it?

DHU কি? কিভাবে এটি পরিমাপ করতে হয়? | What is DHU? How to measure it?

গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টেসের কোয়ালিটি মেজারমেন্টের জন্য বহুল প্রচলিত ও জনপ্রিয় কার্যকরী ২ টি টুলস হচ্ছে-
১। Percent Defective (%) এবং
২। Defects per Hundred Units (DHU)

আজকের লেখায় Defects per hundred units (DHU) নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
DHU নিয়ে আলোচনা শুরু করার পুর্বে প্রথমে Defect এবং Defective Garment সম্পর্কে জেনে নিতে হবে। কারণ এই দুটি শব্দ DHU নির্ণয়ের সাথে সম্পর্কিত।
Defect হচ্ছে গার্মেন্টেসের সে সকল ত্রুটি যার কারণে গার্মেন্টসটি বায়ারের কোয়ালিটি স্ট্যান্ডার্ড পূরণ করতে ব্যর্থ হয়। সহজভাবে বলতে গেলে Defect হচ্ছে গার্মেন্টসের সেই সকল non-conformance বা ত্রুটি যা কারণে ক্রেতা (end customer) পণ্যটি গ্রহণ করে না। যেমন, Broken Stitch, Brocken Button, Hole, Stain, Spot, Brocken Seam ইত্যাদি হচ্ছে গার্মেন্টসের কিছু Common Defects.
সহজ কথায়, Defective Garment হচ্ছে Defect যুক্ত Garment. অর্থাৎ Defects পাওয়ার কারণে যে গার্মেন্টগুলো কোয়ালিটি টেবিলে আটকা পড়ে যায় সেই গার্মেন্টগুলোকে Defective Garment বলে।
Defects and Defective
Figure: Defects and Defective
Defects per Hundred Units (DHU)
Defects per hundred units (DHU) হচ্ছে প্রতি 100 পিস চেক করা গার্মেন্টসে মোট কতটি Defect পাওয়া গেল তার সংখ্যা।



Defects per Hundred Units (DHU) নির্ণয়ের পদ্ধতি
DHU নির্ণয়ের জন্য একজন কোয়ালিটি ইন্সপেক্টর যখন গার্মেন্টস চেক করে তখন তাকে নিচের দুটি জিনিস একটি ফরমেটে লিপিবদ্ধ করতে হবে-
১। মোট কত পিস গার্মেন্টস চেক করা হয়েছে তার সংখ্যা (Total Pieces Checked) এবং
২। চেক করা গার্মেন্টসে মোট কতটি Defect পাওয়া গেছে তার সংখ্যা (Total Number of Defects Found)।
এখন নিচের সূত্রটির সাহায্যে DHU নির্ণয় করতে হবে-
Defects per hundred units (DHU) = (Total Number of Defects Found × 100)/Total Pieces Checked

Quality Inspection Check sheet Format এর একটি নমুনা
DHU Checksheet Format
Figure: DHU Checksheet Format

DHU সম্পর্কিত একটি সমস্যা ও সমাধান
প্রশ্নঃ একটি লাইনের একজন কোয়ালিটি ইন্সপেক্টর সারাদিনে 600 পিস গার্মেন্টস চেক করে 140 টি Defects পেল। তাহলে ঐ লাইনের DHU কত?
সমাধানঃ
এখানে, Total Pieces Checked = 600 পিস।
Total Number of Defects = 140 টি।
তাহলে, Defects per hundred units (DHU) এর সূত্রানুসারে,
DHU = (140 × 100)/600 = 23.33
অর্থাৎ ঐ লাইনের Defects per hundred units (DHU) হচ্ছে 23.33
আশা করি DHU সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়েছেন। যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা কোন কিছু জানার থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন। 
 
আরো বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি এই ওয়েবসাইটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের। Textile & Garments সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি >>SUBSCRIBE<< করে রাখতে পারেন।
 


আরো পড়ুনঃ
Defect এবং Defective Pieces বলতে কি বুঝায়? Percent Defective কিভাবে পরিমাপ করতে হয়?

17 comments:

  1. Yes, i understand it properly, thanks sir..

    ReplyDelete
  2. Tnx.,...bro..... Quality somprke aro kisu post biben....plz

    ReplyDelete
    Replies
    1. You are most welcome.
      Please stay with us for regular update.

      Delete
  3. Thanks .you shared you're knowledge.This is very helpful for everyone & me

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. I want to face an interview after Eid ul Adha as a Quality Incharge. What tipe of questions they may ask me. Please , give me details!
    Jahangir Hossain, Sample Q.C.

    ReplyDelete
  6. Thank you for writing this.
    https://onlinegarmentsacademy.blogspot.com/2019/07/garments-production-planning_31.html

    ReplyDelete
  7. what is Defect & Reject ? Critical,Maj0re & Main0r Defect?

    ReplyDelete
  8. Dear Sir,

    I would like to know that is any formate of 4.00 point system fabric inspection and cut panel inspection DHU Report. If yes, then please send to me an advice how can I will check this.

    Best Regards
    Khalid,
    Manager (QA)

    ReplyDelete
  9. 920 কেন 986 কেন নয়?

    ReplyDelete
  10. Thanks sir for your nice writing.

    ReplyDelete
  11. কিভাবে ডিফ্যাক্ট কন্ট্রোল করতে হয় জানাবেন প্লিজ

    ReplyDelete