SMV কি? এটি কি কি কাজে ব্যবহৃত হয়?

Industrial Engineering SMV বহুল ব্যবহৃত একটি বিষয়। উৎপাদনমুখী প্রায় সকল শিল্প-প্রতিষ্ঠানে SMV ব্যবহৃত হয়। বিশেষ করে গার্মেন্টস শিল্পে SMV একটি অতি পরিচিত একটি শব্দ।
SMV মানে হল Standard Minute Value বা আদর্শ সময় মান। অর্থাৎ কোন কাজের আদর্শ সময়।
সহজভাবে বলতে গেলে, আদর্শ পরিবেশে, আদর্শ পদ্ধতিতে ১ টি কাজ করতে যত মিনিট সময় লাগে তাকে ঐ কাজের SMV বলে

What is SMV & its uses
 
আদর্শ পরিবেশ বলতে বুঝায়-
- কাজের স্থানের তাপমাত্রা অপারেটরের শরীরের জন্য আরামদায়ক হবেঅধিক তাপ বা ঠান্ডা থাকবে না
- কাজের স্থানে পর্যাপ্ত আলো থাকবেস্বল্প বা অধিক আলো থাকবে না যা চোখের জন্য ক্ষতিকর বা কাজের কোন জিনিস দেখতে অসুবিধা হয়
- কাজের স্থানে শব্দ দূষণ থাকবে না
-অপারেটরের কোন ভয়ভীতি বা কাজ দ্রুত করার কোন মানসিক চাপ থাকবে না
-কাজের যায়গা কাজ করার জন্য নিরাপদ হবে।

আদর্শ পদ্ধতি বলতে বুঝায়-
-কাজে অতিরিক্ত কোন সময় অপচয় না করা
-কাজর সঠিক ধাপ অনুসরণ করে কাজটি করা
-কাজটি খুব ধীরগতিতে বা খুব দ্রুতভাবে না করা

অর্থাৎ কেউ যদি উপরের বিষয়গুলো ফলো করে ১টি কাজ করে, তবে সেই কাজটি করতে তার যত মিনিট সময় লাগবে তাকে ঐ কাজের SMV বা Standard Minute Value বলে। 

বর্তমানে SMV নির্ণয় করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়। যেমনঃ General Sewing Data (GSD), SewEasy, MODSEW, Pro- SMV , Standard Sewing Data (SSD) ইত্যাদি।



SMV এর ব্যবহারঃ
-SMV কোন একটি কাজের জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ করে।
-Garment এর Costing এবং Lead Time বের করতে ব্যবহৃত হয়।
-একটি লাইনের জন্য প্রয়োজনীয় Manpower Machine নির্ধারণে ব্যবহৃত হয় যা Line Layout বা Operation Bulletine নামে পরিচিত।
-একটি লাইনের Achievable target প্রদানে ব্যবহৃত হয়।
-Pitch Time নির্ণয়ে ব্যবহৃত হয়। [Pitch Time = SMV/No. of Operation]
-লাইনের ইফিসিয়েন্সি নির্ণয়ে ব্যবহৃত হয়।
[Efficiency = (Production Target × SMV × 100)/(Manpower × Working Hour × 60)]
-লাইনের Minute Cost হিসাব করতে ব্যবহৃত হয়।
-কোম্পানির Monthly Capacity নির্ণয়ে ব্যবহৃত হয়।
-Worker Efficiency নির্ণয়ে ব্যবহৃত হয়।

11 comments:

  1. আলহামদুলিল্লা। খুব সুন্দর লাগছে।

    ReplyDelete
  2. ভাইয়া, সফটওয়ারের লিংকটা কোথায় পাবো?
    কি নামে খোজ করতে হবে একটু জানাবেন প্লিজ

    ReplyDelete
  3. Very helpful topic

    ReplyDelete
  4. wow valuable post....https://www.youtube.com/channel/UCBqHKkJkzqUR5SH6MqVJtpg

    ReplyDelete