তৈরি পোশাকশিল্পে শ্রমিকেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরণের
হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে থাকে। বিশেষ করে নারী শ্রমিকদের মধ্যে অনেকেই
কর্মক্ষেত্রে মানসিক , শারীরিক, আর্থিক, এমনকি যৌন নির্যাতনেরও শিকার হচ্ছেন
প্রতিনিয়তই।
শ্রমিকরা অনেকে জানেন না বা বিচার
পাবেন না ভেবে কোথাও অভিযোগ করেন না। সেই সঙ্গে রয়েছে চাকরি হারানোর ভয়। অন্যদিকে, BGMEA বলছে, অভিযোগ পাওয়া
মাত্র তারা ব্যবস্থা নিতে প্রস্তুত।
তারই ধারাবাহিকতায়
নির্যাতনের শিকার শ্রমিক ভাই-বোনেরা যাতে অভিযোগ জানাতে পারেন সে
জন্যই BGMEA 24/7 হটলাইন চালু করে যাতে কেন্দ্রীয়ভাবে শ্রমিকদের এসব
অভিযোগ শুনে সে ব্যাপারে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ।
শ্রমিক বা শ্রমিক সংগঠনগুলোর মধ্যেই
এই বিষয়ে কোনো প্রচার না থাকায় অনেকেই জানেননা এই হটলাইন সম্পর্কে। যারা জানেননা
তাদের জন্য হটলাইন নাম্বারটি নিচে দেওয়া হলো।
BGMEA (বিজিএমইএ) এর হটলাইন নাম্বারঃ
01730442211
আজকে ৬/৭/২০২২ কালকে অফিস ছুটি হবে আজ পর্যন্ত বোনাস বেতন কিছুই দিচ্ছে না। ছুটি মাত্র ৩দিন। ছুটির কথা বাদই দিলাম বেতন না দিলে বাড়ি যাবো কেমন আর বাড়িতে টাকা পাঠাবো কেমনে? আমাদের আত্মীয় স্বজন তো আমাদের আশায় থাকে যদি তাদের কিছু না-ই দিতে পারি তাহলে কি করবো এই রাত দিন ডিউটি করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিকনা ঃ স্কয়ার মাস্টারবাড়ী ভালুকা
ReplyDelete01765536798
ReplyDeleteBaccu
ReplyDeleteআসসালামু আলাইকুম স্যার আশা করি ভালো আছেন ঈদুল আযহার ছুটি সম্পর্কে দয়া করে আপনি একটু আমাদেরকে জানাবেন এবং ঈদুল ফিতরের ঈদের ছুটি কয়দিন ছিল দয়া করে একটু পরিষ্কার করে বলবেন স্যার এবার রোজার ঈদে আমাদের ফ্যাক্টরি শুক্রবার সহ সর্বমোট আবার তিনটি শুক্রবার খেটে নেওয়ার পর সর্বমোট আমরা শুক্রবার সহ আমরা ছুটি পাই সাত দিন এজন্য আমার জানতে বড় ইচ্ছা আছে এবার কুরবানীর ঈদে বিজিএম এর পক্ষ থেকে কয়দিন ছুটি দেওয়া হবে আর যদি সেই ছুটি না পাই তাহলে আমরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব প্লিজ একটু দয়া করে বলুন।
ReplyDeleteআসলামুআলাইকুম আশা করি ভালো আছেন, আমি একজন আইরিশ ডিজাইন লিমিটেড এর শ্রমিক ছিলাম গত ১১/৮ /২০২৫ ইং আমার ডেঙ্গু হয়েছিল আমি দুইদিন সরকারি হাসপাতালে ভর্তি ছিলাম থাকার পর বলছে তুমি সুস্থ হয়ে গেছো বারি চলে যাও, আমি ফিট ছিলাম না,পরে আমি পুরোপুরি সুস্থ হয়ে ২০/৮/২০২৫ইং আমি অফিসে গিয়েছিলাম, তারা বলছে আমার চাকরি নাই,ওরা বলছিল কিছুদিন পরে নোটিশ যাবে কিন্তু দুই মাস হল আসিনি, আমার চাকরিটা আমি ফেরত চাই, আমার নাম, সিরাজুল ইসলাম,আমার পদবী নিটিং হেলপার, আইডি নংঃ৬০০৭২৫, গার্মেন্টস এর ঠিকানা আইরিশ ডিজাইন লিমিটেড জাঝর, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর সদর,গাজীপুর।
ReplyDelete