What is CPM? How to Calculate CPM of a Garments Line?

CPM এর সংজ্ঞা  
CPM এর পূর্ণ রূপ হচ্ছে Cost per Minute. অর্থাৎ প্রতি মিনিটের খরচ। কোন একটি সুইং লাইনের CPM বলতে বুঝায় ঐ লাইনের প্রতি মিনেটে যে টাকা খরচ হয় তার পরিমাণ।
এই খরচ হতে পারে-
a) কোন একটি নির্দিষ্ট সুইং লাইনের
b) কোন একটি নির্দিষ্ট সুইং ফ্লোর বা সেকশনের
c) কোন একটি ডিপার্টমেন্টের
d) পুরো ফ্যাক্টরীর

গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সাধারণত কোন একটি নির্দিষ্ট সুইং লাইনের বা সুইং সেকশনের CPM এর হিসাব বেশি প্রচলিত।
একটি সুইং লাইনের CPM বের করার জন্য ঐ লাইনের Direct Labors এর মোট খরচ বের করতে হবে। Direct Labors বলতে বুঝায় লাইনের সাথে সংশ্লিষ্ট অপারেটর, হেল্পার, ইনপুট ম্যান, লাইন সুপারভাইজার ও কোয়ালিটি ইন্সপেক্টর।  
গার্মেন্টস ইন্ডাস্ট্রির CPM দুই ধরণের হয়-
১। ACPM (Actual Cost Per Minute)
২। ECPM (Estimated Cost Per Minute)

১। কোন লাইনের Actual Cost Per Minute নির্ণয়ের পদ্ধতি।

কোন লাইনের Actual Cost Per Minute নির্ণয়ের সূত্রটি হচ্ছে-
ACPM = (Total Attended salary for the day / (Total garment production of that day × Garment SMV)
অর্থাৎ
ACPM = একদিনের মোট বেতন/(ঐ দিনের প্রোডাকশন × গার্মেন্ট এর SAM)

যেখানে, একদিনের বেতন = মোট বেতন/ঐ মাসের মোট কর্মদিবস

উদাহরণঃ  
প্রশ্নঃ যদি কোন একটি সুইং লাইনের একদিনের বেতন
17,000 টাকা হয় এবং সারাদিনে ঐ লাইনে 19 SMV গার্মেন্টস এর 1,000 পিস প্রোডাকশন হয় তাহলে ঐ লাইনের CPM কত?
সমাধানঃ
দেওয়া আছে,
লাইনের একদিনের বেতন = 17,000 টাকা।
গার্মেন্টস SMV = 19 এবং
লাইনের একদিনের প্রোডাকশন = 1,000  পিস।
এখন, ACPM (Actual Cost Per Minute) = 17,000/(1,000 × 19) = 0.895 TK

২। কোন লাইনের Estimated Cost Per Minute নির্ণয়ের পদ্ধতি।

কোন লাইনের Estimated Cost Per Minute নির্ণয়ের সূত্রটি হচ্ছে-
ECPM = Total Attended salary for the day / (Total minutes available for the day × Line efficiency for the day)
অর্থাৎ ECPM = একদিনের মোট বেতন/(ঐ দিনে প্রাপ্য মিনিট সংখ্যা × ঐ দিনের লাইন ইফিসিয়েন্সি)
যেখানে,
একদিনের বেতন = মোট বেতন/ঐ মাসের মোট কর্মদিবস এবং
Total minutes available for the day (ঐ দিনে প্রাপ্য মিনিট সংখ্যা ) = Total labors  × Daily working hours for the day × 60

উদাহরণঃ  
প্রশ্নঃ যদি কোন একটি সুইং লাইনের একদিনের বেতন
15,000 টাকা হয় এবং  ঐ লাইনে মোট 20 জন লোক 10 ঘন্টা কাজ করে এবং লাইনের ইফিসিয়েন্সি 60% হয় তাহলে ঐ লাইনের CPM কত?
সমাধানঃ
দেওয়া আছে,
লাইনের একদিনের বেতন = 15,000 টাকা।
লাইনের ইফিসিয়েন্সি = 60%
মোট লোকের সংখ্যা = 20 জন।
তাহলে, Total minutes available for the day (ঐ দিনে প্রাপ্য মিনিট সংখ্যা ) = 20  × 10 × 60 = 12000 মিনিট।
এখন, ECPM (Estimated Cost Per Minute) = 15,000/(12,000 × 60%) = 2.08 Tk
(লেখাটি কেমন লাগল? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি। নতুন কি বিষয়ের উপর লেখা চান? কমেন্টে জানাতে পারেন। লেখাটি যে কোন সময় পড়তে বা রিভিশনের জন্য শেয়ার করে রাখতে পারেন। আরো যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে) 

29 comments:

  1. Great explanation... But as far I know, sewing supervisor should not be a direct labour. Cause they are not directly involved for producing garment.

    ReplyDelete
  2. Only direct labor salary needed to be calculated CPM.

    ReplyDelete
  3. This is not enough to give u Thanks. May Allah Bless you. Amin

    ReplyDelete
  4. অনেক ভালো লাগলো। ভাই, Efficiency কিভাবে calculate করব?

    ReplyDelete
    Replies
    1. Efficiency%= (Total Production*SMV)/(Total Working Minute*Total Manpower)*100

      Delete
  5. All articles are great and supportive. Will you please write about CM.....

    ReplyDelete
  6. Very good points you wrote here..Great stuff...I think you've made some truly interesting points.Keep up the good work. textile prints

    ReplyDelete
  7. The instant garments normally contain a mark showing the size, with the goal that clients can get them as indicated by their favored sizes and fitting. beverly hills cop letterman jacket

    ReplyDelete
  8. The moral and ecological ramifications of this sort of apparel are all around perceived with important assets being squandered and laborers in the inventory network being abused to guarantee minimal expense clothing that is immediately delivered. Slow fashion Australia

    ReplyDelete
  9. Individual beauticians offer individuals guidance on what to wear, what to look like during unique events, which extras and shadings go best with their complexion and body type, which haircut and make-up they should wear, etc. They work intimately with an individual, joining brand names and styles to suit the individual. Plus size Slow fashion Australia

    ReplyDelete
  10. Bring down the subtleties on a scratch pad so you can cross check them with the size of garments you intend to purchase. At the point when you are finished with beginning strides in boosting your certainty, it's an ideal opportunity to take off and face the world.Slow fashion Australia

    ReplyDelete
  11. Everybody Easily understand,thanks for good topics

    ReplyDelete
  12. It couldn't be any more obvious, as in the straight-sized market, you will discover specific sections inside style that are assembled, and generally, you realize what's in store when shopping from that retailer or explicit arrangement of retailers. Australian Made Clothing Ballina

    ReplyDelete
  13. The courses in the style schools are intended to channelize the ability of the inventive understudies the correct way so they can utilize the chances accessible. While the primary goal of most style configuration schools remains something similar, the educational plan might fluctuate from one spot to another. Byron Bay Fashion

    ReplyDelete
  14. Individuals love to explore various surfaces of materials utilized in the outfits thus the planners provide them with a wide assortment of dresses utilizing a wide range of garments. There is the conventional Khadi and silk blend that is as of now making waves seen in all kinds of people wear. Australian Made Fashion

    ReplyDelete
  15. Professions in the style business spin around magnificence. To be effective in this field you ought to have the insatiable hunger for excellence in its every important structure. Changing style proclamations decide the adjustment of the pattern of apparel, ornamenting or more all, taking on better approaches for conducting oneself. Australian Made Fashion

    ReplyDelete
  16. As soon as possible check online for the planned date of this enormously astonishing issue for design enthusiasts and take a pick among which style motivations you would get from the different assortments of various style architects displaying their work on the runway.Fashion

    ReplyDelete
  17. Making customer mindfulness towards the brands in the personalities of customers, making worthwhile plans to draw the design enthusiasts into the stores is in entirety what style advertising is included of.
    fashion

    ReplyDelete
  18. A style fashioner who understands this might observe that this is one area of style plan they wish to focus on.
    plus size club wear

    ReplyDelete
  19. Last season the brand accomplished 82% resales in womenswear, as per a report from Uretco. Meeting set conveyance times was an immense test because of the pandemic, something the brand keeps on looking because of new changes.https://gthic.com/collections/masonic-pendants/

    ReplyDelete
  20. You explained very easily. Thanks bro.

    ReplyDelete
  21. good lecture ,feel well.

    ReplyDelete